top of page
Writer's pictureGeetali Sen

আলাদা পৃথিবী - পর্ব ১



-রিমঝিম  রিমমম্ ঝিম্

কান খাড়া করেছিল রিমঝিম। ডাক শোনামাত্র বিছানায় উঠে বসে তাকিয়ে দেখল, মায়ের ঘুম এখনও অনেক গভীর। ভাই ঝমঝম উপুড় হয়ে মাথাটা গুঁজে দিয়েছে মায়ের বুকে। ঘুমের ঘোরে যাতে সারা খাট ঘুরতে না পারে তাই মায়ের হাত আলগোছে আগলাচ্ছে ঝমঝমকে। আস্তে করে পা ঝুলিয়ে নামল খাট থেকে। ডিভানের সাইডটা খুলে টুক করে বার করল নিজের ডলস্ হাউস আর ডিভানের নীচে একেবারে কোন থেকে নিল টুপটুপের পুতুলের বাক্সটা। তারপর বেড়ালের থাবার মত সতর্ক পা ফেলে এগিয়ে চলল প্যাসেজের দিকে। যেতে যেতে বাবার স্টাডিতে উঁকি দিয়ে দেখে নিল ঘরে আলো জ্বলছে আর সেক্রেটারিয়েট টেবিলটার উপর মাথা রেখে ঘুমোচ্ছে বাবা। সামনে ল্যাপটপ খোলা।

-এই রে! বাবা তার মানে এখনও বিছানায় যায়নি। হঠাৎ জেগে গেলে?

কিন্তু ততক্ষণে আবার সেই ডাকটা শুনে ফেলেছে রিমঝিম,

-রিমঝিম রিমমম্ ঝিম্

তাই সে আবার চোরের মত এগোয়। এ সময় তাকে দেখলে মনে হবে দারুন উত্তেজিত হয়ে সে কি যেন একটা করতে চলেছে। আর তার চোখে মুখে খেলা করছে যেন এই পৃথিবীর নয়, অন্য্ কোন এক জগতের কোন খুশি!পা টিপে টিপে প্যাসেজের এক কোনে পৌঁছে ছোট ছোট হাত দুটো দিয়ে ভারি কার্টনটা  টেনে দিতেই যেন একটা চারদিক ঢাকা ঘর হয়ে গেল। আর ঘরের ভিতর ও কি! একটা কুয়াশার কুণ্ডলী নড়ে চড়ে  ভেসে বেড়াচ্ছে। যেন একটা বড়সড় তুলোর বল থেকে থেকে লাফিয়ে উঠছে। রিমঝিম তো সেখানেই গিয়ে নিজের ডলস্ হাউসটা নামাল। আর! কোথা থেকে দুটো মিষ্টি হাত এগিয়ে এসে পুতুলের বাক্সটা ধরে নিল।  এবার তুলোর বলটা  থিতু হয়েছে। পুতুলের সংসার গোছাচ্ছে, আবার টুকটাক কথাও চালাচ্ছে রিমঝিমের সাথে। এতক্ষণে বোঝ গেল ছোট্ট দুটো মেয়ে বসে বসে পুতুলের ঘরকন্না গোছাচ্ছে। আবার দুটো তাদের আলাদা সংসার। ছেলেমেয়েদের পরীক্ষা। তাই  ব্যস্ত দুই খুদে মা সমানে তাদের পুতুল ছেলেমেয়েদের বকাবকি করে চলেছে। তারা  একদম পড়াশোনা করে না, দিনরাত খালি মোবাইলে গেমস্ খেলে, মায়ের কথা শোনে না, এই কম্পিটিশনের যুগে কি করবে কে জানে। এখনই ভালো টিউশনে দিতে না পারলে খুবই মুশকিল। হ্যাঁ, এইসব কথাই তো  এখন রিমঝিম মায়ের মুখে শোনে। কিন্তু কী করবে ও গেমস্ খেলা ছাড়া? আর টুপটুপ? তাকে এখন আর এসব শুনতে হয় না। ও রিমঝিমের কথা শুনে শুনেই শিখেছে। তাই দুটি কচি গলা অনবরত বকবক করতে করতে পুতুল খেলে চলেছে। একটি গলা একদম মাখনের মতো, অন্যটির গলার আওয়াজ কিন্তু মিষ্টি হলেও একটু যেন ধাতব, সেতারের ঝংকারের মতো।  বোঝা গেল রিমঝিম এমন এক অস্তিত্বের সাথে খেলতে পুরোপুরি অভ্যস্ত। প্রতি রাতেই তাদের এমন খেলার আসর বসে।

31 views2 comments

Recent Posts

See All

2 Comments


Manikankana Paul
Manikankana Paul
Jul 02, 2022

রিমঝিমের পুতুলের সংসারে আরো কি কি ঘটে, দেখার অপেক্ষায় থাকলাম

Like
Geetali Sen
Geetali Sen
Jul 02, 2022
Replying to

আরো লিখতে উৎসাহিত হলাম।

Like
bottom of page